দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/Picsart_22-03-02_17-01-47-225-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাল ডাল তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি উমর ফারুক,জেলা বিএনপির সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু,যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোল্লা দুলাল,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেব,ু জামিল আহমেদ,সদর থানা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান,সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,পৌর বিএনপি সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আরমান হোসেন,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন বর্তমান সরকার তাদের লোকজনের মাধ্যমে সিন্ডিকেট বানিয়ে দ্রব্যমূল্য চড়া দামে বিক্রি করে সেই টাকা বিদেশে পাচার করছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি দরে চাল দেবার কথা বলে এখন ৬০ টাকায় চাল আর ২০০ টাকা লিটার তেল খাওয়াচ্ছে।তারা আরো বলেন এ সরকার জনগনের সরকার নয়।
বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমিয়ে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন