দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাতে দিনাজপুরে ভোক্তা অধিকারের অভিযান

নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য দিনাজপুরের সদর উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনাকালে দুইটি ডিমের দোকানে ৮ হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

(১৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য দিনাজপুর সদর উপজেলায় অভিযান পরিচালনাকালে বটতলী বাজার ক্রয় ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় মুন্না স্টোর ৫ টাকা ও চৌরঙ্গী মোড় খামারবাড়ি ডিম ঘর ৩ হাজার টাকা অর্থ জরিমানা করা হয় এছাড়াও তাদের অনিয়মের সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।