ধর্মগুরুর জন্য একসঙ্গে প্রাণ দেয় ৯০০ জন!
সম্প্রতি মোক্ষলাভের উদ্দেশ্যে একই পরিবারে ১১ জন সদস্য আত্মহত্যা করেন উত্তর দিল্লিতে৷ তবে ঘটনাটি অস্বাভাবিক হলেও, নজিরবিহীন নয়৷ পুরনো ইতিহাস ঘাঁটলে উঠে আসে আরও এক রোমহর্ষক ঘটনা৷ ১৯৭৮ সাল৷ জিম জোনস (আমেরিকার ধর্মগুরু)-র প্রতি শ্রদ্ধা জানাতে আত্মঘাতী হন কয়েক’শ মানুষ৷ঘটনাটি ঘটেছিল গায়ানাতে৷
ভেনিজুয়েলা এবং দক্ষিণ আমেরিকার উত্তরীয় উপকূলবর্তী অঞ্চলের মাঝে একটি ছোট রাজ্য গায়ানা৷ সেখানে ‘পিপলস্ টেম্পল’ এর প্রতিষ্ঠাতা জোনস্ (ধর্মগুরু) তাঁর অনুগামীদের বিষাক্ত পানীয় পান করতে বলেন৷ আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই জানায়, মাত্র কয়েকজন শিষ্যই পুরো বিষয়টিতে আপত্তি জানিয়েছিল৷
কিন্তু, দুঃখের বিষয় সেই ঘটনায় মারা যান ৯০০ জন৷ এফবিআই জানায়, মৃতদের মধ্যে পাঁচজনের বেশি শিশুও ছিল৷ পরে মাথায় গুলি লেগে মারা যান জিম জোনস্ নিজে। তথ্য বলছে, বিষাক্ত পানীয়টি সিরিঞ্জের মাধ্যমে প্রথমে শিশুদের এবং পরে প্রাপ্তবয়স্কদের পান করানো হয়৷ ঘটনাটির প্রেক্ষাপটের কারণ খুঁজতে গিয়ে সামনে এসেছে বেশ কিছু অজানা ছবি৷
লিও রায়ান, (আমেরিকার আইন প্রণয়নকারী) জোনস টাউন পরিদর্শনে আসেন এ ঘটনার ঠিক আগে৷ এফবিআই-এর দেওয়া তথ্য অনুসারে, আচরণ নিয়ন্ত্রণে ড্রাগের ব্যবহার, রহস্যজনক মৃত্যু, মাস-সুসাইডের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এই সফরে৷ রায়ান ফিরে আসার সিদ্ধান্ত নিলে শিষ্যরা তাঁর সঙ্গে যাওয়ার অনুরোধ জানায়৷ বিমানে আকস্মিক হামলা করে একদল দুষ্কৃতী৷ রায়ানসহ অনেকেই গুলিবিদ্ধ হন এবং আহত হন অনেকে৷ সেই সময়ই জিম জোনস্ শিষ্যদের বিষাক্ত পানীয় পানের অনুরোধ জানান৷ কারণ, তিনি শিষ্যদের বুঝিয়ে ছিলেন, যে এই বিমান হামলা থেকে রেহাই পাবে না জোনসনবাসী৷ আর সেইজন্যই ওই পানিয় খেতে বলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন