ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য : শেরপুরের জেলা জজকে প্রত্যাহার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/law-আইন-মন্ত্রণালয়.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেয়ায় শেরপুরের জেলা জজ ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
এর আগে শুক্রবার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরও বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।
সূত্র: সময় সংবাদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন