ধর্ম অবমাননার দায়ে মামলা খেলেন সালমান
বলিউড সুপার স্টার সালমান খানের পিছুই ছাড়ছে না কোর্ট-কাচারি, মামলা। এবার তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। হিন্দুত্বে আঘাত করছেন সালমান খান, এমন অভিযোগ তুলে সালমানের বিরুদ্ধে বিহারের একটি আদালতে মামলা করেছে সুধীর কুমার ঝা নামে এক ব্যক্তি।
সালমান খানের প্রযোজনা সংস্থার ব্যানারে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে ‘লাভরাত্রি’ নামের একটি সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমানের বোন শওহর আয়ুষ শর্মা ও ওয়ারিনা হোসেন। নবরাত্রির ৯ দিনকে ঘিরে এগিয়েছে ছবিটির কাহিনী। সিনেমাটির নাম নিয়ে ঝামেলা হয়েছিল আগেই।
এবার অভিযোগ উঠেছে, সিনেমার নাম করে নাকি হিন্দুত্বকে আঘাত করা হয়েছে এখানে। পাশাপাশি এই ব্যক্তির আরও দাবি, ছবিতে নবরাত্রিকে অবমাননা করা হয়েছে।
সুধীর ঝায়ের অভিযোগে লেখা হয়েছে, লাভরাত্রি মা দুর্গাকে অপমান ও কলঙ্কিত করছে।
এই প্রসঙ্গে বিগ বস ১২-এর সাংবাদিক সম্মেলনে সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না ওরা কারা। অনেকেরই ছবির নাম নিয়ে সমস্যা হচ্ছে। এটা খুব সুন্দর টাইটেল। ভালোবাসার উপরে কিছু নেই, তাই নাম লাভরাত্রি। প্রত্যেকটা ছবিকেই সম্মান দিয়ে থাকি আমরা।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন