ধর্ষণের পর প্রতিবন্ধী শিশুকে হত্যা, লাশ ফেলতে গিয়ে গণপিটুনি
কুমিল্লা সদর উপজেলায় ধর্ষণের পর এক প্রতিবন্ধী শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে। ওই কিশোরীর লাশ ডোবায় ফেলতে গিয়ে ধরা পড়েন মো. ইউসুফ নামের এক তরুণ। পরে তাঁকে পিটুনি দেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার ডুমুরিয়া চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউসুফকে পিটুনির পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় ডুমুরিয়া চানপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে মহিমা আক্তার মহিমাকে (১১) খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ইউসুফকে একটি ডোবায় কিছু ফেলতে দেখে এলাকাবাসী তাঁর কাছে যায়। এ সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি মহিমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ইউসুফকে এলাকাবাসী ধোলাইয়ের পর পুলিশকে খবর দেয়। পুলিশ ইউসুফকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন