ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

প্রতিবাদ কর্মসূচিগুলো থেকে এসব অপরাধ দমনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে বলা হয়েছে, দেশের মানুষের নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বড়মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থী। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান। একই সঙ্গে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।