ধর্ষিতা-যৌন হয়রানির রেকর্ড নেবেন নারী ম্যাজিস্ট্রেট
যৌন হয়রানি ও ধর্ষণের শিকার নারী ও শিশুদের জবানবন্দি নারী ম্যাজিস্ট্রেটরা লিপিবদ্ধ করবেন, এ আদেশ জারি করেছেন সুপ্রিমকোর্ট। দেশের সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
আদালতে নারী ম্যাজিস্ট্রেট কর্মরত না থাকলে যোগ্য কোনো ম্যাজিস্ট্রেট দিয়ে জবানবন্দি নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, ধর্ষণ বা নির্যাতনের শিকার নারী ও শিশুর জবানবন্দি মামলার বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু পুরুষ ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করলে ভুক্তভোগী অনেক কিছু বলতে পারেন না। নারী ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করলে এ সমস্যার সমাধান হবে বলেও মনে করেন সুপ্রিম কোর্ট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন