ধলেশ্বরীতে নিখোঁজ আরেক ছাত্রের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/07/savar-20190728134138.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের মধ্যে মেহেদী (১৯) নামে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে আকাশ (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বলিয়াপুরের কুন্ডা এলাকা থেকে মেহেদির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে বেলা ১১টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লার পাগলার মোড়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা এবং মেহেদী রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তারা উভয়েই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি (বিজ্ঞান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, বেলা ১১টার দিকে দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ১ কিলোমিটার দূরবর্তী স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন