ধসে পড়ল কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন ফটক

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন আরপি ফটক (এন্ট্রি গেইট) ধসে অন্তত ৪ শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল নয়টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সকালে হঠাৎ করেই নির্মাণাধীন ফটকটি ধসে পড়ে। এতে চার শ্রমিক সামান্য আহত হন। তাদের মধ্যে একজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে প্রায় ১৯৪ একর জায়গার ওপর নির্মিত হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। ২০১৬ সালের ১০ এপ্রিল এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার সেখানে নেয়া হয়। প্রায় ৪ হাজার ৫৯০ বন্দি রাখার ব্যবস্থা রয়েছে এই কারাগারে।