ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কিশোরগঞ্জে মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সরকারের ঘোষণা অনুযায়ী বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্যসহ ফসলের লাভজনক দামের নিশ্চয়তার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার হোসেনপুর – নান্দাইল সড়কে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে আয়োজকেরা বলেন, প্রতিদিন এক মণ ধানের দাম ও একজন শ্রমিকের পারিশ্রমিকের মূল্য সমান। এক মণ ধান উৎপাদন করতে ৯০০থেকে ১ হাজার টাকা খরচ হলেও হাট-বাজারে তা ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
এ কারণে ধানের ফলন ভালো হলেও কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের জেলা আহ্বায়ক আলাল মিয়া। বক্তব্য রাখেন, এবাদুল ইসলাম, মোঃ জমির উদ্দিন, ছোরাব উদ্দিন, আব্দুল আওয়াল, মারফত আলী, কৃষক কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, উৎপাদন ব্যয়ের চেয়ে ধানের দাম কম হওয়ায় অনেক কৃষক আবাদ ছেড়ে দিচ্ছেন। এ বছর সরকারিভাবে প্রতি মণ ধান ১৩৫০ টাকায় কেনার ঘোষণা দেওয়া হলেও অনেক কৃষক তা জানেন না।
এ ছাড়া সুবিধাভোগী দালাল ও ফড়িয়াদের প্রভাবে কৃষকেরা সরাসরি সরকারি গোডাউনে ধান-চাল দিতে পারেন না। তাই সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে ধান কেনার কেন্দ্র চালু করলে কৃষকেরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন