ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বিমানের ফ্লাইট
পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের কার্যক্রম ও ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে বলে সংসদীয় কমিটিকে অবহিত করেছে কর্তৃপক্ষ।
তারা আরো জানায়, কাজ বাড়ার ফলে কর্মস্থলে বাড়ছে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি। তবে করেনাকালীন স্বাস্থ্যবিধি মেনে যাত্রী সেবা দেওয়া চেষ্টা করা হচ্ছে।
এসময় বাংলাদেশ পর্যটন করপোরেশন জানায়, ইতোমধ্যে দেশের ৮টি বিভাগে ৮ শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে।
চলতি ২০২০-২০২১ অর্থবছরে বাস্তবায়নাধীন ৮টি প্রকল্পের জন্য ৭০ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩’, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার ও বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। কমিটি আগামী বৈঠকে বিলটি সম্পর্কে আরো পর্যালোচনার সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন