ধ-র্ষ-ণ মা-ম-লা য় প্রিন্স মামুনকে গ্রেপ্তার নিয়ে যা বলছে পুলিশ

১০জুন রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে টিকটকার প্রিন্স মামূনকে।

দাউদকান্দি থানা পুলিশ রাজধানী গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার কাছে হস্তান্তর করেছে এই টিকটক সেলিব্রেটিকে।

লায়লার করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর গ্রেফতার করা হয়৷

গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এসি শেখ মুত্তাজুল ইসলাম জানান, আদালতে মামুনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। আর যদি মামুন নির্দোষ হয় তাহলে সে অবস্থায় ছাড়া পাবে। আর আমরা লায়লার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এখানে আদালত সবকিছু ঠিক করবে। সবকিছু তদন্ত চলছে তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।