নওগাঁয় অডিট ও নির্বাচন করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহনের অভিযোগ
অডিটের নামে ঘুষ গ্রহন করা ও চাহিদা মত টাকা না পেলে সমিতি বাতিল করে দেওয়ার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা সমবায়ের অডিট অফিসার মো হারুন অর রশিদের বিরুদ্ধে।
ঐ কর্মকর্তার সেস্বচ্ছাচারিতা, ঘুষ গ্রহন ও হয়রানির বিচার দাবী করে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে অভিযোগ তুলেছেন রসুলপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড । রসুলপুর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি জবির হোসেন ও সদস্য সিরাজুল ইসলামের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাসে রসুলপুর সমবায় সমিতির অডিট কর্মকর্তা মো হারুন অর রশিদ অডিট করে দেন এবং বিভিন্ন সমস্যা দেখিয়ে ৭০০০হাজার দাবি করলে ২ দফায় ৬ হাজার ৮০০ টাকা নেন যদি টাকা না দেয় তাহলে নানা ভাবে হয়রানি ও নাজেহাল করে আসছেন।
রসুলপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জবির হোসেন বলেন,আমি এবং সিরাজুল এক সঙ্গে বদলগাছী অফিসে যাই -তখন অডিট অফিসার হারুন অর রশিদ ৭০০০হাজর টাকা চায়, আমি বললাম এত টাকা কেন এর আগে ত ৫শ থেকে ২০০০ হাজার টাকার মধ্যে হয়ে যেতো এই বার এত টাকা কেন।
ঐ অফিসার বলে এই কাগজ লাগবে ঐ কাগজ লাগবে নির্বাচন করা লাগবে তাই খরচ হবে। তাছাড়াও তোমাদের ২০ জন সদস্য আছে অধিকাংশ সদস্য অ্যাক্টিভ নেই,বিভিন্ন সমস্যা হবে। ঐ অফিসার এই সব কথা বলায় আমরা বাধ্য হয়ে তাকে ২ দফায় ৬ হাজার ৮০০ টাকা দেন রসুলপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন,আমি অডিট অফিসার হারুন অর রশিদ কে ৬ হাজার ৮০০ টাকা নিজে দিয়েছি।
ঐ টাকার কোন রশিদ ভাউচার কিছুই দেয়নি আর দিবেও না।অডিট এবং নির্বাচন করতে টাকা লাগে তার জন্য ও আমার কাছে টাকা দাবি করে আমি তাকে বাধ্য হয়ে টাকা দেই। এই সমিতির মাধ্যমে একটি সরকারি পুকুর নেওয়া আছে, এই পুকুরের যা লাভ হয় তা সম্পূর্ণ টাই মসজিদে দেওয়া হয়।মূলত এই সমিতিটি মসজিদের উন্নয়ন এবং বিভিন্ন খরচের জন্য ব্যবহার হয়ে থাকে তারপরও ঐ অডিট অফিসার আমাদের কাছে থেকে ৬ হাজার ৮০০ টাকা নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সমবায়ের অডিট অফিসার মো হারুন অর রশিদ বলেন, আমি তাদের কাছে থেকে কোন প্রকার টাকা পয়সা নেইনি। কেন যে তারা এই অভিযোগ তুলছেন আমি জানিনা। তবে আমি কোন অনিয়ম বা ঘুষ নেই নি।
উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস বলেন, তদন্ত করতেছি তদন্ত শেষে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সমবায় অফিসার বলেন,এই অভিযোগ বিষয়ে বদলগাছী উপজেলা সমবায় অফিসার কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে যদি অপরাধী হয় তাহলে তার বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন