নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান ও অর্থদন্ড


সারা বাংলাদেশর ন্যায় নওগাঁ জেলাতেও মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন। নওগাঁ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) তারিখ বেলা ২ ঘটিকায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পত্নীতলা উপজেলাধীন মেসার্স মেসকো ও মেসার্স এস কে বি নামক দুইটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
লাইসেন্স ব্যাতিত ইট ভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে জেলা প্রশাসন, নওগাঁর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কুরশিয়া আক্তার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব বিন জামান প্রত্যয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইট ভাটায় মোট ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড আরোপ করে তা আদায় করা হয় এবং স্কাভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লি ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জনাব নাজমুল হোসাইন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। ক্রমান্বয়ে এই অভিযান নওগাঁ জেলার সকল উপজেলায় পরিচালিত হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন