নওগাঁয় আইন শৃঙ্খলা সভা শুরুর আগেই হট্টগোল, তোপের মুখে সভা স্থগিত
নওগাঁর বদলগাছীতে সাধারণ জনতা এবং বিএনপির অঙ্গ সংগঠনের তোপের মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করতে বাধ্য হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় আইন শৃঙ্খলা সভা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু আইন শৃঙ্খলা সভা শুরু হওয়ার আগেই সাধারন জনগন ও বিএনপির অঙ্গ সংগঠনের তোপে মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করে উপজেলা প্রশাসন।
জানা যায়, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলেও আওয়ামী লীগের চেয়ারম্যান নিয়ে সভা সেমিনার করে আসছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সময় বারবার উপজেলা প্রশাসন কে জানানোর পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগের চেয়ারম্যান নিয়ে সভা পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সাধারণ জনগন ও বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে আইন শৃঙ্খলা সভায় আওয়ামী লীগের চেয়ারম্যানদের সভায় উপস্থিত হতে বাঁধা দেয়। এক পর্যায়ে হট্টগোল শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা সভা স্থগিত করেন।
এ ঘটনায় উপস্থিত বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহজাহান আলীর সাথে কথা হলে তিনি জানান, সাধারন জনগন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তাদের দাবি আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। তাদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভা সেমিনার করে আসছেন। সাধারন জনগন ও বিএনপি নেতা-কর্মীদের এমন অভিযোগের ভিক্তিতে আইন শৃঙ্খলা সভা স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, আমি সরকারি নিয়ম মেনেই সভা-সেমিনার করি। আজকে আইন শৃঙ্খলা সভা শুরুর আগেই হট্টগোল দেখা দিলে সভা স্থগিত করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,বিগত দিনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুম,খুন,অর্থ লোপাট সহ নানা অনিয়মের সাথে জড়িত। তাদের নিয়ে সভা করলে সাধারন জনগন বাঁধা দিবে এমনটা স্বাভাবিক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন