নওগাঁয় আওয়ামী অফিসের লিফটের রেলিং চুরির সময় নিচে পড়ে এক যুবকের মৃত্যু

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে গিয়ে সাততলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) দুপুর আড়ইটার দিকে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে। পেশায় বাসচালকের সহকারী ছিলেন। এই ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রেলিং চুরির সময় সাততলায় বৈদ্যুতিক তারের সঙ্গে পা জড়িয়ে গেলে নিচে পড়ে যান দেলোয়ার।

তখনো তিনি জীবিত ছিলেন। তবে মাদকাসক্ত প্রকৃতির হওয়ায় তখন কেউই তাকে উদ্ধার করেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা খবর দিলে হাসপাতালে যাই। সেখানে দেলোয়ারকে মৃত অবস্থায় পাই।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।