নওগাঁয় কালী মন্দির পরিদর্শনে মান্দার বিএনপি’র সাধারণ সম্পাদক একরামুল বারী টিপুর

হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশের মধ্যে মান্দা উপজেলার কালী মন্দির গুলোতে কালী পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দুদের এই আয়োজনে মান্দা উপজেলার বিখ্যাত কালী মন্দির গুলোতে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে সৌজন্য সাক্ষাত করতে ও মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নিতে ছুটে আসেন মান্দা উপজেলার বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ একরামুল বারী টিপু।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুবদলের নেতা আব্দুল জলিল, নুরুল ইসলাম, সাদিকুল ইসলাম, আব্দুল খালেক, মাষ্টার এনামুল হক, বি এন পি নেতা আমজাদ হোসেন, সহ প্রমুখ।

কালী মন্দির পরিদর্শনে মান্দার বিএনপি’র সাধারণ সম্পাদক একরামুল বারী টিপুর, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা, প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিতা হন দেবী শ্যামা। এ পূজা দীপাবলি বা ‘দিওয়ালি’ নামেও পরিচিত। আজ বৃহস্পতিবার দেবী শ্যামাকে আরাধনার দিন একই সঙ্গে দেওয়ালি বা দীপাবলি উৎসবও উদযাপিত হয়।

অশুভ শক্তির অন্ধকার ঠেলে মন্দির থেকে ভক্তের গৃহকোণে আজ জ্বলে উঠবে সহস্র প্রদীপ। আলোয় আলোকিত হবে চারদিক। ‘দীপাবলি’ বা ‘দিওয়ালি’র অর্থ প্রদীপের সারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শান্তি, সংহতি ও সমপ্রীতি প্রতিষ্ঠার প্রতীক।

হিন্দু পুরাণ মতে, দেবী শ্যামা দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।