নওগাঁয় গাঁজা সেবন কালে দুই পুলিশ সদস্য ও সিভিলে থাকা এক পুলিশ সদস্য আটক


নওগাঁয় গাঁজা সেবন কালে তিনজন পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা। (৯ মার্চ) রবিবার সকাল ১০ টার সময় নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরাতন হোস্টেল এর সামনে পুলিশের ইনফর্ম পরিহিত কনেষ্টেবল সুজন হোসেন, আলম হোসেন ও সিভিলে থাকা এক পুলিশ সদস্য’কে গাঁজা সেবনের সময় স্কুলের শিক্ষার্থীরা গাঁজা সহ তাদের আটক করে।
উপস্থিত শিক্ষার্থীদের কনেষ্টেবল সুজন ও আলম তার সাথে থাকা পুলিশ সদস্য পিস্তল হাতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ ফেরদৌস এসে পরিবেশ শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করে ডিবি পুলিশের হাতে তুলে দেয়।
বিষয়টি নিয়ে নওগাঁ ডিবির ওসি আব্দুল মান্নান বলেন, ছাত্রদের হাতে আটক পুলিশ সদস্যদের নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ-নুরে আলম সিদ্দিক বলেন পুলিশ সদস্যদের ড্রপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, প্রমাণ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার কে মুঠোফোন যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য দেওয়া সমভাব হয়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন