নওগাঁয় জামায়াত-বিএনপির ১১৪ নেতা কারাগারে

সারাদেশের ন্যায় দিনব্যাপী জামায়াত-বিএনপির হরতালকে কেন্দ্র করে নওগাঁ সদর সহ,মান্দা,নিয়ামতপুর,পোরশা,সাপাহার,বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, ধামরহাট, রানীনগর, ও আত্রাই সহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১১৪ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আজ রবিবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতারকরে গ্রেফতার কৃতরা হলেন,নওগাঁসদর,মান্দা,নিয়ামতপুর,পোরশা,সাপাহার,বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, ধামরহাট, রানীনগর, ও আত্রাই সারাদেশের ন্যায় নওগাঁতেও দিন ব্যাপি হরতালের সামনে আসায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির দিনব্যাপী হরতালকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা যায় গতকাল শনিবার রাত থেকে আজ দুপুর ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াত ও এর সহযোগী সংগঠনের ১১৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদরে ১১জন,নিয়ামতপুরে ১৩, মান্দায় ৯,মহাদেবপুরে ৮,বদলগাছি ১১,সাপাহারে ১৭,পোরশায় ১০, ধামইরহাটে ৮,পত্নীতলায় ৮,আত্রাইয়ে ১১ এবং রাণীনগর উপজেলায় ৮জন।