নওগাঁয় তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁয় তামাক বিরোধী কর্মশালায় মাদকের কু প্ৰভাৱ, বাজার জাত ও আইনের ব্যবহার নিয়ে নওগাঁয় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (১৭ই মে) দুপুরে নওগাঁ জেলা সার্কিট হাউসে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান।
কর্মশালায় তামাক উৎপাদন নিরোৎসাহি করা হয়। কর্মশালায় ধুমপানের ক্ষতিকর বিষয় নিয়ে আইনের প্রয়োগ তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান, নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধি দপ্তরের পরিচালক লোকমান হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল হোক।
কর্মশালায় মাদকের কু প্রভাব নিয়ে আলোকপাত করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাদেকুল ইসলাম , সময় টিভির রিপোর্টার এম আর রকি, সংবাদিক খোরশেদ আলম, মোহনাটিভির সাংবাদিক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় সমাজের বিভিন্ন সুধী জনরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন