নওগাঁয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসিকে ধামইরহাট বিশ্ববিদ্যালয় সমিতির সংবর্ধনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/IMG_20230705_092341-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,নওগাঁর প্রথম উপাচার্য (ভিসি) অধ্যাপক আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে নওগাঁর দয়ালের মোড়স্থ ভিসির নিজ বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ধামইরহাটের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ধামইরহাটের উপদেষ্টা প্রভাষক মো.আবাবিল জানান, এ ছাত্র সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ এর প্রথম উপাচার্য হিসেবে নওগাঁর সন্তান অধ্যাপক আবুুল কালাম আজাদ কে নিয়োগ দেওয়ায তাঁর নিজস্ব বাসভবনে সৌজন্য সাক্ষাৎকার, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোস্তফা জাহিদ, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক মুক্তা, সংস্থার উপদেষ্টা প্রভাষক মো. আবাবিল, সাংবাদিক হারুন আল রশীদ, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন সজল, সাধারণ সম্পাদক রুবাইয়া জান্নাত বৃষ্টি, কোষাধ্যক্ষ সজীব শীল, রিতু সাহা, তারেক তাসনিমুল, শিবলী নোমান, সাব্বির রেজা প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন