নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়
নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের এক মতবিনিময় সাভা অনুষ্টিত হয়েছে।
আগামী (১ পহেলা জুনে) জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (৩য় রাউন্ড) উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে জেলা সিভিল সার্জনের কার্য্যালয়ে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন জানান, ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৯ হাজার ৮৪০ জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬ মাস থেকে ১১মাস বয়সী ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান। এসময় নওগাঁ জেলা মেডিকেল অফিসার মনির উদ্দিন,শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন