নওগাঁয় মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

নওগাঁয় মফস্বল সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকেলে মুক্তির মোড় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাঁখার সভাপতি বিজয় টিভি ও ভোরের পাতা জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা টিভি ও আজকালের খবরের জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।
আজকের দর্পণ প্রতিনিধি ফয়সাল আহমেদ, মোহনা টিভি ও দৈনিক নিরেপক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ- হাবিবুর রহমান, গণমানুষের আওয়াজের জাহিদুল হক মিন্টু,স্বদেশ বিচিত্রার রাকিব রেজা, দৈনিক সোনালী খবরের সাইদুল ইসলাম হেলাল, দৈনিক ঘোষণার মোস্তফা আলী।
নিউজ টুয়েন্টি ওয়ানের মাসুদ রানা, প্রতিদিনের কাগজের নাজমুল হক সহ প্রমূখ, সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২০ জুনের পর হতে জেলাধীন সকল উপজেলা শাখাঁ কমিটি গঠন ও জেলায় শাঁখায় নতুন সদস্য অন্তভূক্তি করণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















