নওগাঁয় মোসারব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নওগাঁর রাণীনগর উপজেলা একডালা ইউনিয়য়নের গুয়াতা হাইস্কুল মাঠে গুয়াতা জি,এ,কে,বি এর উদ্যোগে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

মো: মোসারব হোসেন ও ডা: মুনীর আলী আকন্রে পৃষ্ঠপোষকতায় গুয়াতা জি,এ,কে,বি এর সভাপতি শ্রী রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে মোসারব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন, রাণীনগর থানা অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম।

১৬ দলের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিম্বা ফুটবল একাদশ দলকে কয়া-বড়িয়া পাড়া ফুটবল একাদশ দল ৪-১ গোলে পরাজিত করে। ধারা ভাষ্যকার ছিলেন বগুড়ার একমাত্র উদীয়মান তরুন আল আমিন।