নওগাঁয় সাংবাদিক রাকিবের উপর হামলা, আতঙ্কে পরিবার

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামা শিকারপুর গ্রামে সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাকিবের বাড়িতে হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামীলীগর কিছু ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোবারক মাস্টারের পরিবারের দন্দের জেরে মো. মোস্তাফিজুরের নির্দেশে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।‎‎

ভুক্তভোগী ঐ সাংবাদিকের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিবারের সামনেই মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়। এবিষয়ে অভিযুক্তদের কাছে কারণ জানতে চাইলে হামলাকারীরা বলেন, “মাদ্রাসার পাঁচি কেন দিয়েছো?”

উত্তরে রাকিব জানান, “রাস্তা বাদ দিয়ে দিয়েছি।” এতে ক্ষিপ্ত হয়ে তারা হুমকি দেয়—বাড়ি থেকে বের হলে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যা করবে।‎‎ এসময় হামলাকারীরা তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার বারান্দা ভেঙে দেয় এবং কার্যক্রমে বাধা সৃষ্টি করে।‎‎

বর্তমানে সাংবাদিক রাকিব ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।‎‎

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”