নওগাঁয় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৫)।গতকাল রোববার (১৬ ফেব্রæয়ারি) দিবাগত রাতে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে নওগাঁ আদালতে তোলা হয়েছে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, ওই শিশু দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করছিল। এমন সময় রিপন মন্ডল নামের স্থানীয় যুবক শিশুটির হাত ধরে পুকুরের অন্য প্রান্তে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় রিপন পালিয়ে যায়।

পরে এলাকাবাসী অভিযুক্ত রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রোববার রাতে বদলগাছী থানায় ধর্ষণের চেষ্টায় একটি মামলা করেন।

ওই মামলায় রিপনকে গ্রেপ্তার দেখানো হয়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, রিপনের বিরুদ্ধে নারী ও শিশু আইনে ধর্ষণ চেষ্টায় মামলা করা হয়েছে।