নওগাঁয় ২০ ফেব্রুয়ারি জনসমাবেশ সফল করার লক্ষ্যে মান্দায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ২০ ফেব্রুয়ারি নওগাঁয় জনসমাবেশ সফল করার লক্ষ্যে মান্দায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় পযার্য়ে রাখার দাবিতে, আইনশৃংখলা পরিস্থতি উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা বিএনপি’র উদ্যোগে ২০ ফেব্রুয়ারি জেলার জনসমাবেশ সফল করার লক্ষ্যে মান্দা উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৪ টার সময় মান্দা উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপি’র আহবায়ক ৫ নং গনেষপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু।

যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপি’র সদস্য ও কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খালেকুজ্জামান সালেক সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় নওগাঁ জেলার ২০ শে ফেব্রুয়ারি কর্মসূচি একতাবদ্ধ ভাবে সফল করার আহ্বান জানান অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভা।