নওগাঁর আত্রাইয়ে আদালতে বিচারাধীন জমি দখলচেষ্টা ও মারধর: ভুক্তভোগীর জরুরি সংবাদ সম্মেলন

নওগাঁর আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে আদালতে বিচারাধীন পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টা এবং প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তুলে আজ শনিবার সকাল ১১ টায় জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ রেজাউল করিম টিপু।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের রফিকুল ইসলামসহ পাঁচজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে তারা অনধিকার প্রবেশ করে বাঁশে বেড়া দিয়ে জমি দখল করেন।

তিনি আরও বলেন, আজ শনিবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে জমিটি আদালতে বিচারাধীন থাকলেও দখলচেষ্টার কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে দাবি করেন তিনি।

দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে আত্রাই থানার ওসি মুনসুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।