নওগাঁর আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিং জাল জব্দ করে ভস্মিভূত

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা মূল্যের দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে ভস্মিভূত করা হয়েছে। রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, আত্রাই নদীর বারুনীতলা কুমঘাট মৎস্য অভয়াশ্রম ও একই নদীর রসুলপুর এলাকায় মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ জুন) দুপুরে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুই হাজার মিটার জাল জব্দ করা হয়। এর পর জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়েছে। তিনি বলেন, দেশীয়ও মাছ সুরক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।