নওগাঁর আবাদপুকুরে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে আবাদপুকুর আরাফাত সপিং কমপ্লেক্সে নারী উদ্যোক্তা পরিচালিত এবং নওগাঁ এসএমই /কৃষি শাখার অধীনে পরিচালিত আবাদপুকুর ব্যাংকিং আউটলেট এই শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সহকারী পরিচালক হাবিবুর রহমান হাবিব। এজেন্ট পরিদর্শক ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক নওগাঁর এভিপি শাখা ব্যবস্থাপক জসীম উদ্দীন শরিফ,সান্তাহার ব্র্যাক ব্যাংক পিএলসি এরিয়ার বিডিএম সেলিম হোসাইন, তৃনমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আসলাম হোসেন, প্রত্যাশা এন্টারপ্রাইজের পরিচালক রাজিয়া সুলতানা, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির খন্দকার,বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী জিয়াউর রহমান গোলাপ প্রমূখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন