নওগাঁর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা

নওগাঁয় পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল- ২০২৫ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কমিটির নিজেস্ব কার্যালয়ে উক্ত তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, ‘আগামী ৪ ডিসেম্বর ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হবে। এর আগে ২০ ও ২১ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ ও মনোনয়ন ফরম জমা হবে ২২ ও ২৩ নভেম্বর।
যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৫ নভেম্বর। এছাড়াও অন্যান্য নির্বাচনী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নির্ধারিত সময়ে করা হবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর, মোস্তাক হোসেন, কমিশনার আবু তাহের চৌধুরী মন্টু, কমিশনার এসএম নাজিম উদ্দীন বাবু, কমিশনার জিল্লুর রহমান, কমিশনার আব্দুস ছালাম, বণিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক এজেড মিজান, বণিক কমিটির অন্যতম সদস্য হারুণ অর রশিদ, বণিক কমিটির সাবেক কোষাধ্যক্ষ পলাশ কুমার, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















