নওগাঁর নিয়ামতপুরে পরিচয় মিলেছে পুকুরে ভাসা অজ্ঞাত মরদেহের

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম রতন চন্দ্র শীল (৪৭)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাংগাবাড়ি ইউনিয়নের কালীপদ চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকালে জমিতে কাজ সেরে পুকুরে হাত-পা ধোয়ার জন্য আসেন। পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সঙ্গে মরদেহ ভেসে আসে। তিনি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানান। থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধারের পর পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিটিআই) এর সদস্যরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। আরও জানা গেছে, রতন চন্দ্র শীল এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তার মরদেহ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা রওনা হয়েছেন।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, আগামীকাল ৬ জুন ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।