নওগাঁর নিয়ামতপুরের প্রেম গোসাই মেলায় যাওয়া হলোনা বৃদ্ধের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230123_200741-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রেম গোসাই মেলা দেখতে যাওয়ার পথে হারেজ আলী (৫৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃদ্ধের এ রহস্যজনক মৃত্যুকে ঘিরে এখন নানা গুঞ্জন চলছে এলাকায়। মেলার পথে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। মৃত হারেজ আলী উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে রোববার সকালে।
জানা গেছে, শনিবার রাতে মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হারেজ আলী। রাতে বাড়ি না ফেরায় রোববার সকালে পরিবারের সদস্যরা খোঁজ-খবর শুরু করেন। এরি মধ্যে জানতে পারেন মেলা পার্শ্ববর্তী গুজিশহর বাজারে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। সেখানে ছুটে গিয়ে হারেজ আলীর মরদেহ সনাক্ত করেন পরিবারের সদস্যরা।
হারেজ আলীর ছেলে সোহেল রানা জানান, আমার বাবা শনিবার মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রোববার সকালে উঠে দেখি তখনও তিনি আসেননি। তখন খোঁজ শুরু করি বাবার। লোকমুখে জানতে পারি গুজিশহর বাজারে একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে ছুটে গিয়ে বাবার লাশ সনাক্ত করি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত হারেজ আলীর মৃত্যর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন