নওগাঁর পত্নীতলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌরসভার প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অডিটোরিয়াম হলরুমে উপজেলা খাদ্য বিভাগ এই ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে।

ওএমএম ডিলার নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে উন্মুক্ত লাটারি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার সোহারাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আমিনুল, পত্নীতলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ সহ অন্য কর্মকর্তারা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল বলেন, নজিপুর পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগে ৯টি ওয়ার্ড থেকে আবেদনপত্র জমা হয়েছে। আবেদনপত্র যাচাই-বাচাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য এই প্রথমবার উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারির মাধ্যমে পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ৬ ডিলার নিয়োগ করা হচ্ছে।