নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৫ উপজেলার নজিপুর পাবলিক মাঠে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প ও সমমনা অন্যান্য এনজিও সংস্থার যৌথ আয়োজনে এ উৎসব পালন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলার শ্রী সুবোধ উরাও এর সভাপতিত্বে উক্ত কারাম উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলার পরিচালক যোগেন্দ্রনাথ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, কারিতাস রাজশাহী অঞ্চল (সিএমএলআরপি-২) প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হক, পারগানা বাইশি সাধারন সম্পাদক বাবু যোসেফ হেম্ব্রম, অন্যান্য আদিবাসী নেতৃৃবৃন্দ, আদিবাসী শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সহ অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
উৎসবে উপজেলার সকল আদিবাসী সম্প্রদায় আনন্দের সাথে অংশগ্রহন করে ঐতিহ্যবাহী কারাম নৃত্য পরিবেশন করেন। এসময় কারিতাস সহ সমমনা অন্যান্য এনজিও সংস্থা কারাম উৎসবে স্ব-স্ব স্টল প্রদর্শনের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।
পত্নীতলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন’র সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, কৃষি অফিসার কৃষিবিদ সোহারাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল মামুন, প্রথমিক শিক্ষা অফিসার তৃৃষিত কুমার চৌধুরী, সমাজসেবা অফিসার ফিরোজ আল-মামুন, পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান প্রমুখ।
এসময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২শ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ-৫ কেজি, এম.ও.পি-৫ কেজি এবং ডি.এ.পি-৫ কেজি এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৯ জন কৃষকের মাঝে ৯ টি এয়ার ফ্লো মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন