নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এবারে এই প্রতিপাদ্য নিয়ে পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এসময় তিনি মৎস্য চাষ, আহরন সহ নানা বিষয়ে কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ অর্ষিনি কুমার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন প্র-বোনো ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর পাবলিকেশন সেক্রেটারী চৌধুরী তানভীর আহম্মেদ, উপজেলা মৎস্য দপ্তরের এফ এ সুপদ চন্দ্র, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, মৎস্য চাষী, মৎস্যজীবী, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন