নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হক প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন