নওগাঁর পত্নীতলায় জাতীয় সমবায় দিবস পালিত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, তথ্য আপা তিথি রাণী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভিত্তিক বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সদস্যাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




