নওগাঁর পত্নীতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নজিপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার বিকালে উপজেলা সদর নজিপুর লাইনস্টোন ফুট গার্ডেন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নজিপুর পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মোফাচ্ছেল হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামায়াত মনোনীত (পত্নীতলা- ধামুরহাট) ৪৭ নওগাঁ-২ আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী ইন্জিনিয়ার মোঃ এনামুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল ইসলাম, পত্নীতলা উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মকিম।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ডাঃ আবু ওবায়দা, নওগাঁ জেলা জামায়াতের কর্মপর্ষদ সদস্য মাওলানা মোহাম্মদ শামসুল হুদা, নজিপুর পৌরসভার সাবেক আমীর ব্যাংকার আতাউর রহমান, জামায়াত নেতা সিটি ডিজিটাল ডায়াগনস্টিকের প্রোপাইটর সহ-অধ্যাপক হারুনুর রশিদ, জামায়াত নেতা আখতার ফারুক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, ব্যাংকার, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।