নওগাঁর পত্নীতলায় জুলাই পুনর্জাগরণে শপথ পাঠ অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা মহিলা সংস্থা কর্মকর্তা আমিনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার রজত কান্ত, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আছির উদ্দিন, জুলাই আহত শিক্ষার্থীর অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন