নওগাঁর পত্নীতলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Naogaon-News-Pic-Narir-Poti-Sohingsota-Protirodh-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে বেসরকারী এনজিও সংস্থা বাদাবান সংঘ কতৃক এক আলোচনা সভা মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
“পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি’’ এই স্লোাগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ইউনুসার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন ও সঞ্চালনা করেন বাদাবান সংঘ প্রকল্পের ম্যানেজার জেসমিন সুলতানা।
সভায় বক্তাগণ বলেন নারীর প্রতি সহিংসতার কোনো অজুহাত হতে পারে না। সকল প্রকার শারিরীক, যৌন ও মানসিক নির্যাতন বন্ধে ও সহিংসতা মুক্ত বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃদ, সাংবাদিক, বাদাবনের অন্যান্য কর্মীবৃন্দ ও আদিবাসী নারী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন