নওগাঁর পত্নীতলায় বর্ণিল সাজে নবান্ন উৎসব পালিত

নওগাঁর পত্নীতলায় বর্ণিল সাজে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নবান্ন উৎসব ১৪৩২ আয়োজন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসন, নজিপুর ইউনিয়ন পরিষদ এবং এনজিও ফোরাম পত্নীতলার যৌথ আয়োজনে উপজেলার ব্যাংডম গ্রামের পূর্ব মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়েছে। উক্ত নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা বুলবুলি খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু প্রমূখ।

এসময় ধান কাটা প্রতিযোগীতয় ৮১ জন কৃষক মাঠে ধান কাটে। ৮১ জন কৃষকের মধ্য হতে পরিচ্ছন্ন ভাবে দ্রুত ধান কাটার জন্য ৯ জন কৃষাণ-কৃষাণীকে পুরস্কৃত করা হয়। এরপর মাঠে বসেই কৃষাণ-কৃষাণী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ নবান্নের খাবার গ্রহণ করেন।