নওগাঁর পত্নীতলায় বাস-পিকআপের সং*ঘর্ষে চালক নিহ*ত

নওগাঁর পত্নীতলায় যাত্রবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ ময়েনউদ্দীন (৫৫) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে।
নিহত ময়েনউদ্দিন নওগাঁর আত্রাই উপজেলার ভবানিপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

শনিবার (৬ জুলাই) ভোরে সাপাহার-নজিপুর সড়কের ঝলকাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্য বাসটি যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী আমের খালি ক্যারেন্ট বোঝাইকৃত পিকআপের ধাক্কায় বাস চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাস চালককে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ বিষয় পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কথা জানতে পেরে আমরা সাথে সাথে সেখানে পৌঁছায়। আত্রাই থানার মাধ্যমে নিহত বাস চালকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের লাশ দাফন সম্পন্ন করেছে তার পরিবার।