নওগাঁর পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র‌্যালির আয়োজন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও আলীমুজ্জামান মিলন, প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সন্তষ কুমার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীশ কুমার দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা আমিনুল ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।