নওগাঁর পত্নীতলায় ব্র্যাকের ওয়াশ কর্মসূচির সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থ্যা ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক আয়োজিত “ইনক্রিজ এ্যাকসেস টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস্ অ্যাক্রোস বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় ব্র্যাক পত্নীতলা অফিসের সভা কক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু এবং একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, ব্র্যাক জেলা ব্যাবস্থাপক নাফিজ ওয়াই জুন, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল হাবিবুর রহমান হাবিব, টেকনিক্যাল অফিসার আসিব বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার আহসান হাবীব সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) হাবিবুর রহমান এবং ওয়াশ ইন স্কুলস্ কর্মসূচির সামগ্রিক দিকসমূহ নিয়ে আলোচনা করেন ব্র্যাক জেলা ব্যাবস্থাপক নাফিজ ওয়াই জুন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে এই ওয়াশ ফ্যাসিলিটিজ এর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যপারে স্কুল কতৃপক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যেগে এমএইচএম-কে আরও এগিয়ে নিতে ও সহজ করণে ডিজিটালাইজেশন প্লাটফর্ম অন্যন্যা অ্যাপসকে এগিয়ে নেওয়ায় প্রশংসা করেন এবং প্রকল্পটির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে তিনি সার্বিক সহয়োগিতার আশ্বাস প্রদান করেন।