নওগাঁর পত্নীতলায় র‍্যাবের অভিযানে গাঁজা সহ আটক ৬

নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল উপজেলার নজিপুর বাজার ও মামুদপুর বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (২২ মার্চ) র‌্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর গোয়েন্দা দল মাদক কারবারীদের মাদকের চালান সরবরাহের তথ্যাদি সংগ্রহ ও পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে।

শুক্রবার দুপুর আনুঃ আড়াইটায় এবং সন্ধ্যা আনুঃ সাড়ে সাতটায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় বহনকৃত ৬৯ কেজি এবং নজিপুর বাজার এলাকা হতে অভিনব কায়দায় কার্টুনে বহনকালে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং নগদ ৮৭ হাজার ৯শ ১০ টাকা সাক্ষীদের উপস্থিতে উদ্ধার পূর্বক জব্দ করে এবং ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

র‍্যাব-৫ জানায় মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।