নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় রবিবার সকালে সাপাহার-নজিপুর সড়কের নকুচা মোড় এলাকায় মাছ পরিবহনকারী একটি ভূটভূটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভূটভূটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে।

জানাগেছে সাপাহার-নজিপুর সড়কের নকুচা মোড় এলাকায় মাছ পরিবহনকারী একটি ভূটভূটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ভূটভূটির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন পত্নীতলা ফায়ার সার্ভিসে খবর দিলে পত্নীতলা ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করলেও অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে ঘটনাস্থলেই তার মৃত হয়।

এসময় পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পত্নীতলা ফায়ার সার্ভিস উক্ত মৃত দেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বলে ফায়ার সার্ভিস ইনচার্জ রাইহান ইসলাম জানান।

মৃত ভূটভূটি চালক আরমান হোসেন (৩০) ধামইরহাট উপজেলার আগাদ্বিগুনের এন্দোয়া গামের দেলোয়ার হোসেন এর পুত্র বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।