নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আটক
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক দুটি অভিযান চালিয়ে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আসামী আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বুধবার ০৫ নভেম্বর ২০২৫ তারিখ চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছার রহমান এবং বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী উভয়ের নেতৃত্বে বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আমইতাড়া বাজার এবং ভেরম সোনাদিঘী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট ৭১ পিস (২৮ পিস + ৪৩ পিস) ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন চোরাকারবারী যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম (৩৭), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-চক প্রসাদ, পোস্ট-চক তৈয়ব, থানা-ধামইরহাট এবং জহন সরেন (৩০), পিতা-মৃত গুদরাই সরেন, গ্রাম-সোনাদিঘী, পোস্ট-রঘুনাথপুর, থানা-ধামইরহাট উভয়ের জেলা নওগাঁকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
যাহার মামলা নম্বর-০৯, তারিখ-০৫ নভেম্বর ২০২৫ এবং মামলা নম্বর-১০, তারিখ-০৬ নভেম্বর ২০২৫)। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।উপরিল্লিখিত ঘটনা আপনার বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশের জন্য অনুরোধ করা হলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




