নওগাঁর পত্নীতলায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/png_20220623_132324_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্পতিবার (২৩ জুন) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।কর্মসূচির মধ্যে কেক কর্তন ও বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝর্না, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবির চৌধুরি (বাবু),উপজেলা ছাত্রলীগের সভাপতি বিলাশ ও সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ সহ উপজেলা,পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে বুধবার (২২) জুন সন্ধ্যা নাগাদ শহরে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের নেতৃত্বে প্রস্তুতিমূলক র্যালি শোডাউন ও বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন নেতা কর্মীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন